বৃষ্টিতেই স্বস্তি, বৃষ্টিতেই অস্বস্তি
বৃষ্টিতেই স্বস্তি
গত কয়েকদিনের প্রচন্ড গরম, তাপদাহ ও রোদ্রের প্রখরতায় জনজীবন যখন অতিষ্ঠ হয়ে ওঠার পর বৃহষ্পতিবার (৩১মে) সকালে এক পশলা বৃষ্টিতে স্বস্তি ফিরে আসে। সকাল ১১টার দিকে শুরু হওয়া আধাঘন্টার বৃষ্টিতে প্রশান্তি ফিরে আসে সকলের মাঝে। চলতি রমজানে রোজাদার থেকে শুরু করে সব বয়সী মানুষের নাভিশ্বাস থেকে পরিত্রাণ দেয় আকাশ থেকে নেমে আসা মেঘের পানি। দিনভর আর বৃষ্টি না হলেও মেঘলা আকাশে স্বস্তি ফিরে আসে গরমে নাকাল মানুষের মাঝে।
কিন্ত জুলাই মাস এর প্রথম থেকে শুরু হয় হালকা বৃষ্টি, এই বৃষ্টির কারোনে মাঠে/বিলে পানি বেধতে শুরু হয়েছে। এ কারোনে বেগুন চাষিদের বেগুন পচে যাচ্ছে। পানি বেধে মারা যাচ্ছে বেগুন গাছ।
রিপোর্ট : ILIAS
পোস্ট টি সবায় share, command করবেন।
No comments