কলারোয়ার চন্দনপুরে পারিবারিক দ্বন্দ্বে ইটভাটা শ্রমিকের আত্মহত্যা
সাতক্ষীরার কলারোয়া উপজেলার চন্দনপুরে পারিবারিক দ্বন্দ্বে আব্দুল মাজেদ (৪৫) নামের এক ইটভাটা শ্রমিক আত্মহত্যা করেছে। তিনি স্থানীয় মৃত আবদার আলীর ছেলে। তার স্ত্রী ও দুই ছেলে আছে।
স্থানীয় চন্দনপুর ইউনিয়ন পরিষদের সদস্য (মেম্বর) আব্দুস সালাম জানান, বৃহস্পতিবার রাত দশটার দিকে স্ত্রী’র সাথে গন্ডগোল করে নিজ বাড়ি সংলগ্ন আমগাছে দড়িতে ঝুলে আত্মহত্যা করে। সম্প্রতি মাজেদ প্রতিবেশী এক গৃহবধুকে নিয়ে পালিয়ে যায়। সেই ঘটনা নিয়ে নিজ স্ত্রী’র সাথে গন্ডগোল হওয়ার পরে তিনি আত্মহত্যা করেন। মাজেদ স্থানীয় একটি ইটভাটায় শ্রমিক হিসেবে কাজ করতো।এদিকে অপর একটি সূত্র জানায়, মাজেদের স্ত্রীর সাথে একই গ্রামের এক ব্যক্তির অনৈতিক সম্পর্ক দেখে ফেলার পর স্ত্রীর সাথে মাজেদের গন্ডগোল হচ্ছিল। সেই সূত্রে স্ত্রীর উপর অভিমানে সে আত্মহত্যা করে থাকতে পারে।
No comments