Header Ads

Header ADS

চন্দনপুর ইউনিয়ানে ভি,জি,ডি উপকার ভোগীদের মাঝে সঞ্চয় লাভাংশদের মাঝে অর্থ প্রদান


গতকাল ১৪/০১/১৯ রোজ সোমবার দুপুর ১২ টার সময় চন্দনপুর ইউনিয়ান পরিষদের হলরুমে চেয়ারম্যান মনিরুল ইসলাম মনির সভাপতিত্বে অনুষ্ঠানি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ভি,জি,ডি উপকার ভোগীদের মাঝে তাদের সঞ্চয়ের লাভাংশসহ অর্থ প্রদান করা হয়। উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মকর্তা নূরনাহার আক্তার, কলারোয়া থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ (তদন্ত অফিসার) জীলাল হোসেন, আরো উপস্থিত ছিলেন মোঃ আকরাম হোসেন ম্যানেজার কলারোয়া, শাহিনূর ভি, জি,ডি কর্মী, নূরউদ্দীন ভি,জি,ডি,কর্মী রুবিনা ভি,জি,ডি কর্মী, ইউনিয়ানের সচিব মোঃ আমিনুর রহমান, নির্বাহী সদস্য কলারোরা রিপোটার্স ক্লাব, অনুষ্ঠানটি পরিচালনানা করেন মোঃ ইকরামুল আলম, ম্যানেজার নওয়াবেকী গনমুখী ফাউন্ডেশন (বাঁগআচড়া)। অনুষ্ঠানে ২৭৪ জন কে অর্থ প্রদান করা হয়, বই প্রতি ৪৯২৫ টাকা করে মোট ১৩.৫০.৮৭২ টাকা।

No comments

Powered by Blogger.