Header Ads

Header ADS

দুরন্ততে শিশুতোষ চলচ্চিত্র ‘পাঠশালা’

এক মেধাবী পথশিশু মানিকের জীবন জয়ের অদম্য গল্প নিয়ে পূর্ণদৈর্ঘ্য শিশুতোষ চলচ্চিত্র ‘পাঠশালা’। নির্মাণ করেছেন নির্মাতা জুটি ফয়সাল রদ্দি ও আসিফ ইসলাম। তাঁদের মতে, বন্ধুত্ব, প্রত্যাশা আর স্বপ্নপূরণের টান টান গল্প ‘পাঠশালা’। ১০ বছরের শিশু মানিক, জীবনের কঠিন বাস্তবতায় শৈশবেই স্কুল ছাড়তে বাধ্য হয়। জীবিকার তাগিদে চলে আসে ঢাকা। কাজ নেয় একটা গাড়ির ওয়ার্কশপে। সেখানে সারা দিন খুঁটিনাটি কাজ, অমানুষিক পরিশ্রম, তবু স্কুলে পড়ার স্বপ্ন ছাড়ে না মানিক। তার এই স্বপ্নপূরণের লড়াইয়ে একসময় এগিয়ে আসে আট বছরের আরেক শিশু চুমকি।
বাংলাদেশে অকালে স্কুল থেকে ঝরে পড়া মানিকের সংখ্যা কম নয়। দেশে এ-জাতীয় সব মানিকের শিক্ষাজীবনের নিশ্চয়তার বার্তা নিয়েই চলচ্চিত্র ‘পাঠশালা’। ছবিটির মূল স্লোগান, ‘সব মানিকের জন্য স্কুল চাই’।

দুরন্ত টেলিভিশনে শিশুতোষ চলচ্চিত্র ‘পাঠশালা’র টেলিভিশন প্রিমিয়ার হবে আগামী শুক্রবার রাত ১০টায় এবং পরদিন শনিবার বেলা তিনটায়।
ছবিটি প্রযোজনা করেছে রেডমার্ক প্রোডাকশনস। ‘পাঠশালা’র মূল দুটি চরিত্রে অভিনয় করেছেন শিশুশিল্পী হাবিব আরিন্দা ও ইমা আক্তার কথা। অন্য চরিত্রে অভিনয় করেছেন নাজমুল হুসেইন রাজু, ফারহানা মিঠু, রুমি হুদা, গাজী ফারুক, তৌফিকুল ইমন ও আমিরুল ইসলাম বাবু প্রমুখ।

সুত্রঃ প্রথমআলো

No comments

Powered by Blogger.