চন্দনপুর মাধ্য. বিদ্যালয়ে নব-নির্বাচিত উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের সংবর্ধনা
চন্দনপুর মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং নব-নির্বাচিত উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকালে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংবর্ধিত উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু।
চন্দনপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনছার আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সাংসদ আলহাজ্ব বিএম নজরুল ইসলাম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা আ.লীগের সাবেক আহবায়ক সাজেদুর রহমান খাঁন চৌধুরী, কলারোয়া সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আলহাজ্ব আবু নসর, নব-নির্বাচিত ভাইস চেয়ারম্যান কাজী আসাদুজ্জামান সাহাজাদা ও মহিলা ভাইস
চেয়ারম্যান শাহানাজ নাজনিন খুকু, উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক স ম মোরশেদ আলী ভিপি ও রবিউল আলম মল্লিক, উপজেলা শিক্ষা অফিসার আব্দুল হামিদ, মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুর রউফ, চান্দুড়িয়া হাইস্কুলের প্রধান শিক্ষক এমএ ওয়াদুদ, বীর মুক্তিযোদ্ধা সামসুল হক মন্ডল।
এর আগে অতিথিদের সম্মানে স্কুলের ছাত্র-ছাত্রীরা কুচকাওয়াজ প্রদর্শন এবং ফিরে দেখা ৭১ উপস্থাপন করা হয়। অনুষ্ঠানে অতিথিবৃন্দ ৭১ সালের মহান মুক্তিযুদ্ধের আবেগঘন স্মৃতিচারণ করেন। মনোমুগ্ধকর স্টপ জেনোসাইট ৭১ এবং বাংলার বেদেনী নৃত্য পরিবেশনের জন্য প্রধান অতিথি ছাত্র-ছাত্রীদের পুরস্কার প্রদান করেন।
No comments